দশতলা পুলিশ কোয়ার্টার থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। মঙ্গলবার আর্মহার্স্ট স্ট্রিটের ঘটনা। মৃত ১৩ বছরের কিশোরী সপ্তম শ্রেণীর ছাত্রী অদ্রিজা মণ্ডল। তার বাবা জগবন্ধু মণ্ডল কলকাতা পুলিশের অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর। তিনি লালবাজারের কম্পিউটার সেলে কর্মরত। অদ্রিজা বউবাজারের একটি স্কুলে পড়ত অদ্রিজা। আইপিএস হওয়ার ইচ্ছে ছিল তার। করোনায় স্কুল বন্ধ থাকায় সম্প্রতি অবসাদে ভুগছিল সে। পড়শিরা জানান, এনিয়ে ঝাগড়াঝাটিও হয়েছে বাবা-মায়ের সঙ্গে। তার ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। ইংরেজিতে লেখা সেই চিরকুটে লেখা, এই চিঠি তোমাদের কাছে যখন পৌঁছবে তখন আমি মারা গিয়েছি। তোমাদের সবাইকে আমি ভালবাসি। আমার মৃত্যুর কারণ অবসাদ। খুব চেষ্টা করেও আমার পরীক্ষার ফল ভালো হয়নি। সবচেয়ে দুঃখের বিষয়, আমি আইপিএস হতে পারব না। আমি আমার সিদ্ধান্তের জন্য দুঃখিত। সকলকে ধন্যবাদ। বিদায়। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback