প্রসূন গুপ্ত
এশিয়ান গেমস তাঁকে ফেরায়নি, পেয়েছিলেন পদক। খেলা ছেড়ে কোচের ভূমিকাতেও পাওয়া গিয়েছিল তাঁকে।এরপর সুভাষ চক্রবর্তীর স্নেহধন্য জ্যোতির্ময়ীর প্রবেশ সিপিএমের হাত ধরে রাজনীতিতে। হলেন লোকসভার সাংসদ। দিন পাল্টাল, সুভাষ চক্রবর্তী প্রয়াত হলেন। এবার আর ভাগ্য সহায় হল না। ২০০৯ লোকসভায় পরাজয়ের পর দলের নতুন দায়িত্ব আর নিলেন না।
প্রশাসনের খাতায় নাম ছিল, তাই শোনা যায় তৃণমূলের সাথে যোগাযোগ তৈরি হল কিন্তু পদ পাওয়া গেল না। এবারে বিজেপি। সম্প্রতি রাজ্য বিজেপি অনেক নতুন মহিলা সেলেবদের দলে নিয়েছে, তাদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় সাংসদও হয়েছেন। অগ্নিমিত্রা পল পেলেন মহিলা মোর্চার দায়িত্ব। এবার জ্যোতির্ময়ী শিকদারকে নিয়ে আসা হল রাজ্য কমিটিতে। আশা করা যায়, ২০২১ এ নিশ্চিত টিকিট পাবেন। পদকের মধ্যেই রইলেন জ্যোতির্ময়ী|
Post a Comment
Thank You for your important feedback