কঙ্গনা রানাউতের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। ওয়াই ক্যাটাগরিতে কঙ্গনা পাবেন ১-২ জন কম্যান্ডো ছাড়াও মোট ১১ জন নিরাপত্তাকর্মী। হিমাচলপ্রদেশ সরকার কঙ্গনাকে রাজ্যে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার একদিনের মধ্যেই কেন্দ্র এই ঘোষণা করল। হিমাচলপ্রদেশ তাদের নিরাপত্তা মুম্বইয়েও দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে, শিবসেনা নেতা সঞ্জয় রাউথ মুম্বই ও মহারাষ্ট্রের সম্পর্কে কুকথার জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে বলেছিলেন। সম্প্রতি বলিউড অভিনেত্রী মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। সঞ্জয় বলেছিলেন, মুম্বই পুলিশকে ভয় পেলে কঙ্গনার মুম্বইয়ে ফেরা উচিত নয়। যা নিয়ে জলঘোলা হয় জাতীয় রাজনীতিতে। এবার কঙ্গনাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে জলঘোলা থামানোর চেষ্টা করল কেন্দ্র।
ये प्रमाण है की अब किसी देशभक्त आवाज़ को कोई फ़ासीवादी नहीं कुचल सकेगा,मैं @AmitShah जी की आभारी हूँ वो चाहते तो हालातों के चलते मुझे कुछ दिन बाद मुंबई जाने की सलाह देते मगर उन्होंने भारत की एक बेटी के वचनों का मान रखा, हमारे स्वाभिमान और आत्मसम्मान की लाज रखी, जय हिंद 🙏 https://t.co/VSbZMG66LT— Kangana Ranaut (@KanganaTeam) September 7, 2020
Post a Comment
Thank You for your important feedback