সেই মুম্বই কাঁটায় বিদ্ধ শাহরুখের কেকেআর

 


আবারও সেই মুম্বই ইন্ডিয়ান্স, আবারও সেই হার। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স বরাবরই কাঁটা কলকাতা নাইট রাইডার্সের কাছে। ত্রয়োদশ আইপিএল-এও এর অন্যথা হলনা। বুধবার কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলতে নামলো, আর প্রথম ম্যাচেই শোচনীয় হার। এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২৬টি ম্যাচ খেলল কেকেআর। আর তারমধ্যে ২০টি ম্যাচেই হেরে মাঠ ছাড়তে হল শাহরুখের দলকে। বুধবার প্রথমে ব্যট করে মুম্বই ৫ ইউকেট হারিয়ে তোলে ১৯৫ রান। জবাবে ব্যাট করতে নেমে কলকাতার ইনিংস শেষ হল ১৪৬ রানে।

 

 

ফলে কেকেআর ৪৯ রানে হেরেই এবারের আইপিএল অভিযান শুরু করল। ম্যাচের নায়ক অবশ্যই মুম্বই অধিনায়ক। রোহিত শর্মা এদিন ৬টি ছক্কা ও ৩টি বাউন্ডারির সাহায্যে মাত্র ৫৪ বলে ৮০ রান করে যান। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন প্রাক্তন কেকেআর ক্রিকেটার সূর্যকুমার যাদব। তিনিও ২৮ বলে ৪৭ রান করেন। মূলত এই দুজনের পার্টনারশিপের দৌলতে সুবিধাজনক রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় কেকেআর।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post