নবান্নে দু’দিন ধরে বৈঠকের পরও স্থির হল না কবে থেকে চাকা গড়াবে পাতাল-ট্রেনের। তবে ইঙ্গিত মিলেছে আগামী ১৪ সেপ্টেম্বর থেকেই আংশিক পরিষেবা চালুর। তাঁর আগে NEET পরীক্ষার্থীদের জন্য মেট্রো চালানো হতে পারে ১৩ তারিখ। শুক্রবারের বৈঠকে এই আবেদন রাজ্য সরকারের তরফে মেট্রো কর্তৃপক্ষকে করা হয়েছে। সূত্রের খবর, এই আবেদনে সাড়া দিতে চলেছে মেট্রো। এদিনের বৈঠকেও বিস্তারিত আলোচনা হয় কীভাবে এবং কবে থেকে চালু করা হবে মেট্রোরেল। প্রথমে নবান্ন ও পরে বৈঠক হয় মেট্রো ভবনে। সেখানেই কয়েকটি বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। আগে ঠিক হয়েছিল স্মার্টকার্ড ছাড়া কাউকে মেট্রো স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এবার ঠিক হয়েছে স্মার্টকার্ড ছাড়াও ঢোকা যাবে। তবে সেটা অনলাইনে আগাম বুকিং করেই।
কীভাবে করতে হবে আগাম বুকিং?
অনেকটা মাল্টিপ্লেক্সের সিনেমা হলের আগাম টিকিট বুকিংয়ের মতো। নির্দিষ্ট অ্যাপ থেকে টিকিট কাটলে মিলবে QR Code। সেই কোড স্টেশনে দেখালে মিলবে প্রবেশাধিকার। এই ধরনের অ্যাপ তৈরিতে সাহায্য করবে রাজ্য সরকার। ওই অ্যাপের সাহায্যেই যাত্রীরা জানতে পারবেন ট্রেনে জায়গা আছে কিনা। আগাম কোথা থেকে কোথায় যাবেন সেটা লিখলেই অ্যাপ জানিয়ে দেবে টিকিট মিলবে কিনা। এরপর টাকা দিয়ে টিকিট কাটলেই মোবাইলে চলে আসবে QR Code। সেটা দেখিয়েই স্টেশনে প্রবেশ করতে পারবেন। মেট্রো সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রায় ৪ লাখ যাত্রীর কাছে স্মার্টকার্ড রয়েছে। ফলে সকলেই মেট্রোয় উঠতে চাইলে দূরত্ববিধি শিকেয় উঠবে। তাই অন্য কোনও উপায় খুঁজছিলেন মেট্রো কর্তারা। জানা যাচ্ছে, নিউ নর্মালে দৈনিক ৪৫,০০০ যাত্রীকে প্রবেশের অনুমতি দিতে পারে মেট্রো। সম্ভবত আগামী ১৪ সেপ্টেম্বর থেকেই ফের স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা। তবে এখনই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে না।
Post a Comment
Thank You for your important feedback