কলকাতা পুলিশে করোনার থাবা অব্যাহত। এবার খোদ পুলিশ কমিশনার অনুজ শর্মা করোনায় আক্রান্ত হলেন। অপরদিকে করোনায় মৃত্যু হয়েছে আরেক পুলিশ আধিকারিকের। গৌতম মাহাত নামে ওই আধিকারিক এএসআই পদমর্যাদার বলে জানা গিয়েছে। তিনি শ্যামপুকুর থানায় কর্মরত ছিলেন। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তাঁর সামান্য জ্বরও এসেছিল। এরপরই বুধবার তিনি কোভিড টেস্ট করান। বৃহস্পতিবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অনুজবাবু। বাড়ি থেকেই তিনি দায়িত্ব সামলাচ্ছেন। তবে করোনা পজিটিভ হলেও তাঁর কোনও উপসর্গ নেই বলেই জানা যাচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবারই পুলিশ কমিশনার পুলিশ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে নবান্নে গিয়েছিলেন। সেখানে কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক শীর্ষকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ আমলা। এর পরদিনই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেই রিপোর্ট পজিটিভ আসায় কপালে চিন্তার ভাঁজ রাজ্যের শীর্ষ আমলাদের। এই করোনা আবহে একেবারে সামনে থেকে বাহিনীকে নেতৃত্ব দিয়ে আসছেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি কলকাতা পুলিশের বিভিন্ন থানায় গিয়েও পুলিশ কর্মীদের মনোবল বাড়ানোর কাজ করেছেন। অপরদিকে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্য পুলিশের ডিআইজি প্রবীণ ত্রিপাঠীও। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা পুলিশের মোট ২১৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৯৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Post a Comment
Thank You for your important feedback