গতবছর কৃষিক্ষেত্রে জড়িত প্রায় ৪৩ হাজার কৃষক ও খেতমজুর আত্মহত্যা করেছেন। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০১৯ সালের রিপোর্ট জানাচ্ছে, দিনমজুর আত্মঘাতী হয়েছেন ৩২ হাজার ৫৬৩ জন। দেশে মোট আত্মহত্যার তা ২৩.৪ শতাংশ। ২০১৮ সালে তা ছিল ৩০ হাজার ১৩২ জন। গতবছর কৃষক আত্মঘাতী হয়েছেন ৫,৯৫৭ জন চাষি এবং কৃষিশ্রমিক ৪,৩২৪ জন। তা দেশে মোট আত্মঘাতী ১ লাখ ৩৯ হাজার ১২৩ জনের ৭.৪ শতাংশ। আত্মঘাতী কৃষকদের ৫,৯৫৭ জন পুরুষ, ৩৯৪ মহিলা। সবথেকে বেশি কৃষক আত্মহত্যা করেছেন মহারাষ্ট্রে ৩৮.২ শতাংশ। তারপর কর্নাটকে ১৯.৪ শতাংশ, অন্ধ্রে ১০ শতাংশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ৪.৯ শতাংশ। পশ্চিমবঙ্গ, বিহার,ওডিশা, উত্তরাখণ্ড, মনিপুর, চণ্ডীগড়, দিল্লিতে কোনও কৃষক বা কৃষিশ্রমিকের আত্মহত্যার তথ্য নেই। সবথেকে বেশি আত্মঘাতী দিনমজুর আর গৃহবধূরা।
Post a Comment
Thank You for your important feedback