অবশেষে সরকারিভাবে পুরোহিত ভাতা দেওয়ার বিষয়টি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যে সমস্ত পুরোহিতদের নিজেদের বাড়ি নেই তাঁদের বাড়িও তৈরি করে দেবে সরকার। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘সব পুরোহিত তো বড় পুজো করেন না। তাই তাঁদের আবেদনে সাড়া দিয়ে পুজোর মাস থেকে দরিদ্র সনাতনী ব্রাক্ষণদের মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের বাড়ি না থাকলে বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়া হবে’। দিনকয়েক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল ইমাম ভাতার মতো পুরোহিত ভাতা দেবে রাজ্য সরকার। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই পুরোহিত ভাতা চালু করে ব্রাক্ষ্ণণ ভোট নিজেদের ঝুলিতে টানার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।
জানা যাচ্ছে, পুজোর মাস থেকেই ৮ হাজার দরিদ্র পুরোহিতকে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, রাজ্যে সনাতনী ধর্মের তীর্থস্থান হবে। সে রাজ্য জমিও দেবে রাজ্য সরকার। এদিন আসন্ন দুর্গাপুজো নিয়েও বলেন মুখ্যমন্ত্রী। তিনি পুজো উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে বলেন, ‘পুজো কমিটিগুলিকে অনুরোধ করব খোলামেলা প্যান্ডেল করার’। মুখ্যমন্ত্রীর কথায়, অনেকেই অঞ্জলি দিতে আসেন। তাতে ভিড় বাড়বে। প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া, বাতাস বইবে। জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে। যা প্যান্ডেলে ভিতরে থাকা ভেন্টিলেটর দিয়ে বেরোনো সম্ভব নয়। আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই ঠিক হবে এই করোনা পরিস্থিতিতে কিভাবে পুজোর আয়োজন করা হবে।
Post a Comment
Thank You for your important feedback