উঁচু তালগাছের মাথায় উঠে কেটে ফেললেন আগা, তারপর?

 

ইনিই কি কলির কালিদাস। কথিত আছে, মহাকবি কালিদাস প্রথম জীবনে গাছের ডালে বসে একই ডাল কেটে দিয়েছিলেন। এরকমই এক ব্যক্তির খোঁজ মিলল আমেরিকায়। তবে আধুনিক যুগে এই ধরনের ছবি বা ভিডিও ভাইরাল হতে সময় লাগেনা। হলও তাই, নেটপাড়ায় এখন জোর চর্চা ওই ব্যক্তির। যিনি একটি ঝুঁকে পড়া উঁচু তাল গাছের মাথায় চড়ে অবলীলায় কেটে ফেললেন গোড়ার দিকটি। এর যা হল সেটা দেখেই হাসির রোল উঠেছে ওই ব্যক্তির নির্বুদ্ধিতা নিয়ে। সম্প্রতি ভিডিয়োটি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন প্রাক্তন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। ভিডিয়োটি আপলোড করে তিনি লিখেছেন, ‘কাউকে এভাবে তালগাছ কাটতে দেখেছেন?’ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখা হয়েছে ৬৭ লাখের বেশি বার। ডিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি দীর্ঘ তাল গাছে আগায় উঠে সেই অংশ একটি গাছ কাটার যন্ত্র কাটছেন। কিছুক্ষণের মধ্যেই ওই তাল গাছের উপরের অংশটি কেটে নীচে পড়ে যায়। আর ওই ব্যক্তি গাছটির আগার অংশ কোনও রকমে ঝাপটে ধরে বসে থাকলেন। হালকা হয়ে গাছটির কাণ্ড ভীষণভাবে দুলতে থাকে। মাত্র ৩৪ সেকেন্ডের এই ভিডিওতেই তোলপাড় নেট দুনিয়া। দেখুন সেই ভিডিও….

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post