জঙ্গলমহলে ফের মাওবাদী তৎপরতা বাড়ছে। তারই পরিপ্রেক্ষিতে শনিবার ঝাড়গ্রামে রাজ্য পুলিস কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডিজিপি বীরেন্দ্র। সেই বৈঠকে ছিলেন এডিজি (পশ্চিমাঞ্চল), আইজি বাঁকুড়া, ঝাড়গ্রামের পুলিস সুপার, ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিস সুপার (অপারেশনস), বাঁকুড়ার এসপি ও বেলপাহাড়ির ডিএসপি। ঝাড়গ্রাম পুলিস লাইনে এই বৈঠকে হুমকি পোস্টার, পর্যটকদের ফোন ছিনিয়ে নেওয়ার কেড়ে নেওয়ার মতো বিষয় নিয়ে কথা হয়েছে। বেলপাহাড়িতে গত ২০ দিনের মধ্যে ৪টি ঘটনায় মাওবাদী তৎপরতার প্রমাণ মিলেছে। শুক্রবার সকালে বেলপাহাড়িতে এক ঠিকাদারকে হুমকি দিয়ে পোস্টার পাওয়া যায়। সেদিনই বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুমে ঘুরতে আসা একটি পর্যটকদলের কাছ থেকে ৭ জন সন্দেহভাজন মাওবাদী মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। তাঁদের দাবি, সশস্ত্র ওি মাওবাদী দলের মধ্যে ৩ জন মহিলা, ৪ জন পুরুষ। দিন কয়েক আগে পচাপানিতে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি পেয়েছিলেন একজন। তাঁর বাড়ির সামনে গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। পুলিশ অবশ্য মাওবাদী যোগ মানতে চায়নি।
Post a Comment
Thank You for your important feedback