এবছরের মে মাসে লিওনেল মেসিকে ছাড়িয়ে সবথেকে বেশি আয়ের ফুটবলার হয়েছিলেন জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনান্ডো। করোনার ধাক্কায় দু’জনেরই আয় কমে গিয়েছিল। কারণ তাঁদের বেতনের একটা অংশ ছেড়ে দিতে হয়েছিল। সেই ফাঁকে প্রথমবারের মতো ফোবর্সের সর্বোচ্চ আয়ের খেলোয়াড় হয়েছিলেন রজার ফেদেরার। কিন্তু লকডাউনের পর ফুটবল ফিরতেই আয় আবার বেড়ে গিয়েছে মেসি-রোনাল্ডোদের। নতুন মরসুম শুরুর আগে রোনাল্ডোকে ছাড়িয়ে সর্বোচ্চ আয়ের ফুটবলারও হয়ে গেছেন বার্সেলোনায় থেকে যাওয়া মেসি। তাঁর বার্ষিক আয় ১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বেতন এবং এন্ডোর্সমেন্ট থেকে বছরে ওই অর্থ আয় তাঁর।
অন্যদিকে তাঁর ঠিক পরে থাকা রোনাল্ডোর আয় বছরে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। মেসির থেকে খুব একটা পিছিয়ে নেই তিনি। এর আগে ফোবর্স সাময়িকীর হিসেব অনুযায়ী, রোনাল্ডোর আয় দেখানো হয়েছিল ১০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। মেসির আয় ধরা হয়েছিল ১০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ফোবর্সের বর্তমান তালিকায় আয়ের হিসেবে তিনে আছেন পিএসজির নেইমার। তাঁর আয় ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চারে থাকা এমবাপ্পের আয় ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। পাঁচে আছেন লিভারপুলের মোহামেদ সালাহ। ছয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের পল পোগবা, সাতে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে বার্সায় আসা অ্যান্তোনিও গ্রিজম্যান ও আটে রিয়ালের বাতিলের খাতায় পড়ে যাওয়া গ্যারেথ বেল। নয়ে বায়ার্ন মিউনিখের বরার্ট লেভানডভস্কি। দশে থাকা ম্যানইউয়ের ডেভিড ডি গিয়া আয় করেন ২ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার।
Post a Comment
Thank You for your important feedback