শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল জয়নগরের উত্তরপাড়ার বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্র। অবশেষে মাটি খুঁড়ে তাঁর নিথর দেহ মিলল বাড়ির অদূরেই একটি ঝোঁপে। পুলিশ এই ঘটনায় এক প্রতিবেশি কলেজ পড়ুয়া যুবককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, টাকার লোভেই মণিরুল শেখ নামে ওই যুবক অপহরণ করে খুন করেছে তুষার চক্রবর্তী (১২) নামে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রকে। জানা গিয়েছে। শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও হদিশ পাওয়া যায়নি খুদে তুষারের।
এরপর পরিবারের লোকজন জয়নগর থানায় নিখোঁজ ডায়রি করেন। শনিবার মৃত ছাত্রের বাবার মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে। তিনি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানান পুরো ঘটনা। পুলিশ ওই মোবাইল নম্বর ট্র্যাক করে জানতে পারে নম্বরটি তাঁদেরই প্রতিবেশী কলেজ পড়ুয়া মণিরুল শেখ ওরফে ভোলার। এরপরই পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় ভেঙে পড়ে মণিরুল। স্বীকার করে ১২ বছরের তুষারকে সে খুন করে বাড়ির পাশে ঝোঁপে দেহ পুঁতে দিয়েছে সে। এরপরই অভিযুক্তকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে দেহটি উদ্ধার করে পুলিশ। ছাত্রটিকে খুন করার খবর জানাজানি হতেই এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। তবে টাকার লোভ নাকি অন্য কোনও কারণে এই খুন সেটা জানতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback