একবার চার্জ দিলেই টানা ৩ মাস চালানো যাবে মোবাইল। বছরে মাত্র ৪ বার চার্জ দিতে হবে ফোনে। এমনই প্রযুক্তি সামনে এনেছেন আমেরিকার গবেষকরা। সম্প্র্রতি ‘ম্যাগনেটোইলেকট্রিক মাল্টিফেরোইক’ নামের নতুন উপকরণ আবিষ্কার করেছেন মিশিগান এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ওই উপকরণ মোবাইলের ব্যাটারিকে বেশি শক্তিশালী করবে। উপকরণটি একটি পাতলা পোলার ফিল্ম, যা সরু এনার্জি পালসের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে। নতুন এই উপকরণ কম্পিউটারকে শক্তির উত্থান নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে দেবে। নতুন এই উপকরণ যুক্ত হলে ব্যাটারি এখনকার অবস্থা থেকে ১০০ শতাংশ বেশি শক্তিসাশ্রয়ী হবে। আর তা হলে বারবার স্মার্টফোন চার্জ দেয়ার ঝক্কি থেকে বাঁচবে গোটা দুনিয়া। ম্যাগনেটোইলেকট্রিক মাল্টিফেরোইকযুক্ত ব্যাটারি ২০৩০ সালে বাজারে আসবে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। ওই মোবাইলে পরিবেশের ক্ষতি কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। মোবাইল ফোনও ১০০ শতাংশ কম শক্তিতে চলবে।
Post a Comment
Thank You for your important feedback