বর্তমানে দেশজুড়ে ২৩০টি কোভিড স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। চাহিদা বাড়ায় আরও ১২০টি স্পেশাল ট্রেন চালানোর কথা ভাবছে রেলমন্ত্রক। আনলক-৪ পর্বেই এই ট্রেনগুলি চালু করতে তৎপর রেল কর্তারা। জানা যাচ্ছে, এই ট্রেনগুলির মধ্যে এই রাজ্যও বেশ কয়েকটি ট্রেন পেতে পারে। সূত্রের খবর, এরমধ্যে হাওড়া-তিরুচিরাপল্লি ও হাওড়া-ইন্দোর স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল। রেলবোর্ড ইতিমধ্যেই রাজ্যগুলির সঙ্গে কথা শুরু করেছে। জানা যাচ্ছে, যে যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বেশি, সেই রাজ্যগুলিকে এড়িয়ে আরও স্পেশাল ট্রেন চালু করা হবে। অথবা সেই রাজ্যগুলিতে কম স্টপেজ রাখা হতে পারে।
তবে সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ছাড়পত্রের ওপর। উল্লেখ্য, করোনা সংক্রমণের পর থেকে দেশজুড়ে বন্ধ ছিল যাবতীয় যাত্রীবাহী ট্রেনের পরিষেবা। ১ জুন থেকে আনলক পর্ব শুরু হতেই ১২০টির মতো স্পেশাল ট্রেন চালু করে রেল। তাঁর আগে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের জন্য চালানো হয় শ্রমিক স্পেশাল এক্সপ্রেস ট্রেন। ১ সেপ্টেম্বরে শুরু হওয়া আনলক-৪ পর্বে মেট্রো চালানোর অনুমতি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৭ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে মেট্রো পরিষেবা চালু করা হবে। তবে লোকাল ট্রেনের কোনও ছাড়পত্র দেওয়া হয়নি। এবার দূরপাল্লার স্পেশাল ট্রেন বাড়ানোর চালানোর চিন্তাভাবনা রেলমন্ত্রক। ঠিক হয়েছে প্রথম দফায় ১০০টির মতো স্পেশাল ট্রেন চালানো হবে। পরে চাহিদা অনুযায়ী সংখ্যা বাড়ানো হবে।
Post a Comment
Thank You for your important feedback