প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের করোনা হাসপাতাল। মু্ম্বই সেন্ট্রালে করোনার জন্য সংরক্ষিত নায়ার হাসপাতালের ওয়ার্ডে বুধবার জল ঢুকে যায়। জলমগ্ন হয়ে যায় আউটডোর বিভাগ। মঙ্গলবার সারারাত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। শহরের বহু এলাকা জলে ডুবেছে। ব্যাহত ট্রেন ও বাস চলাচল। হাঁটু থেকে কোমর জলে যাতায়াত করতে হচ্ছে শহরবাসীর। নিচু এলাকায় বন্যার মতো পরিস্থিতি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অফিসের। পশ্চিম শহরতলিতে ১৫০ থেকে ২০০ মিমি বৃষ্টি হয়েছে। করোনার প্রকোপের মধ্যেই দুর্গতি বেড়েছে বাণিজ্য রাজধানীর। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলে ডুবে যাওয়ায় সেন্ট্রাল ও হারবার লাইনে বন্ধ করা হয়েছে ট্রেন চলাচল। তবে পশ্চিম রেলে ট্রেন চলাচল স্বাভাবিক। উপগ্রহ ছবিতে দেখা যাচ্ছে, মুম্বই, থানে, পালঘর, রায়গড়ে ধন কালো মেঘ জমে রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback