কঙ্গনাকে নিয়ে সঞ্জয় রাউতকে হুমকি ফোন, কলকাতায় ধৃত জিম প্রশিক্ষক

বিগত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় তু তু ম্যায় ম্যায় চলছিল শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বলিউড নায়িকা কঙ্গনা রানাউতের। এই আবহেই কলকাতার টালিগঞ্জের এক জিম প্রশিক্ষককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি শিবসেনা সাংসদকে হুমকি ফোন করেছিলেন। শুক্রবার তাঁকে আলিপুর আদালতে হাজির করে মুম্বই নিয়ে যাওয়ার আবেদন (রিমান্ড) জানাচ্ছে মুম্বই পুলিশ। জানা যাচ্ছে, টালিগঞ্জের বাসিন্দা পলাশ বসু (৪০) একটি মাল্টিজিমের প্রশিক্ষকের কাজ করেন। মুম্বই পুলিশের দাবি, ওই ব্যক্তি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল প্রযুক্তি ব্যবহার করে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মোবাইলে ফোন করে হুমকি দিয়েছেন।
বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়েই তিনি এই হুমকি দিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই পুলিশের একটি দল হানা দেয় টালিগঞ্জে পলাশের বাড়ি। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। মুম্বই পুলিশের দাবি, কয়েকদিন আগে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মোবাইলে একটি হুমকি ফোন আসে। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল প্রযুক্তি ব্যবহার করেই ফোনটি করা হয়েছিল। ওই ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করেই পুলিশ পলাশকে চিহ্নিত করে। মুম্বই পুলিশের দাবি, পলাশ অভিনেত্রী কঙ্গনার ভক্ত। তাই তিনি এই কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা রুজু হয়েছে। অপরদিকে পলাশের পরিবারের দাবি, ‘কিছু একটা ভুল হচ্ছে মুম্বই পুলিশের। সে কোনও কালেই কঙ্গনার ভক্ত নন। তিনি শিবসেনা সাংসদের নম্বরই বা পাবেন কোথা থেকে?’ মুম্বই পুলিশ পলাশের মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post