সুশান্ত মামলায় মাদক যোগে এবার এনসিবির আতসকাঁচের তলায় করন জোহর, সমন পাঠান হয়েছ ধর্মা প্রোডাকশানের এক্সিকিউটিভ প্রোডিউসার সিতিজ রবি কুমারকে। শুক্রবারই তাকে এনসিবির জেরার সম্মুখীন হতে হবে। বলিউডে মাদক যোগে একের পর এক নাম যেভাবে প্রকাশ্যে আসছে। তাতে প্রথম সারির অনেকের কপালেই চিন্তার ভাঁজ। চার অভিনেত্রীকে সমন পাঠানোর পর কি এবার তবে করণের পালা? কারণ দীপিকার ক্ষেত্রে প্রথমে ডাকা হয়েছিল তাঁর ট্যালেন্ট ম্যানেজার করিশ্মাকে। তারপর দীপিকার কাছে সমন যায়। করণের ক্ষেত্রেও কি সেইরকম হতে চলেছে? জানা যাচ্ছে, শুধু এরাই নন, এনসিবির তালিকায় আছে আর বড় বড় বেশ কিছু নাম। রয়েছে প্রযোজক ও পরিচালকদের নামও। তবে কোনও নামই এখনই প্রকাশ্যে আনতে চাইছে না এনসিবি।
Post a Comment
Thank You for your important feedback