OUTLAW বলে একটা ইংরেজি শব্দ আছে। যার অর্থ নিয়মের বিরুদ্ধে। করোনা আবহেও এক শ্রেণীর মানুষ আছেন, যারা বিক্ষিপ্ত ভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকেন। তাঁরা কিছুতেই মাস্ক পড়ছেন না। বারবার পুরমন্ত্রীর সতর্ক বার্তা সত্ত্বেও বেপরোয়া তাঁরা। পুলিশ তাঁদের দেখেও দেখছে না। এদিকে চতুর্থ পর্বে যেতে চলেছে কোভিড ১৯, ইউরোপীয় দেশগুলি আশঙ্কায় ভুগছে। শীত আসছে অক্টোবরে সুতরাং সংক্রমণ ও মৃত্যু বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। ব্রিটেনের প্রধানমন্ত্রী জানাচ্ছেন, আমরা অসহায়। স্পেনের রাজধানী মাদ্রিদে ফের লকডাউন শুরু হয়েছে। ওই পথেই যেতে পারে ফ্রান্স,ইতালি সহ অন্যান্য ইউরোপীয় দেশ। সতর্ক হবার পালা ভারতেরও। এই মুহূর্তে দেশে রোজই প্রায় ১ লক্ষ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রশ্ন, লকডাউন বা না হোক নিয়মের কড়াকড়ি থাকবে না কেন? সাধারণ মানুষও বা কেন বুঝবে না মাস্কহীন মস্তানি সকলের জন্যই বিপদজনক।
সাধারণ মানুষকে সচেতন করতে মনীষীদের মূর্তিতেও পড়ানো হয়েছে মাস্ক
Post a Comment
Thank You for your important feedback