বাংলাদেশ সীমান্তে কোটি টাকার জাল নোট সহ গ্রেফতার ৯



প্রায় ১ কোটি টাকার জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট সহ ৯ জনকে গ্রেফতার করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। কোচবিহার থেকে অসম যাওয়ার পথে বাংলাদেশ সীমান্তের কাছেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফে আগেই সতর্ক করা হয়েছিল এই জাল নোট পাচার নিয়ে। সেই মতো কোতোয়ালি থানার পুলিশ, এসএসবি-র ১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যৌথ অভিযান চালায়। কোচবিহারের ভাওয়াগুড়ি অঞ্চলে ৩১ নম্বর জাতীয় সড়কেই হাতেনাতে পাকড়াও করা হয় জালনোটের কারবারিদের। ধৃতরা একটি গাড়িতে করেই তারা অসমের দিকে যাচ্ছিলেন। পাশাপাশি তাদের গাড়ির আগে-পিছে কয়েকটি মোটরবাইক প্রাহারায় ছিল। পুলিশের সন্দেহ হওয়াতেই গাড়িটি আটকানো হয়। গাড়িতেই পাওয়া যায় প্রায় ১ কোটি টাকার জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট। মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের জেরা করে এই আন্তর্জাতিক পাচার চক্রের পাণ্ডাদের হদিশ পেতে চাইছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post