IPL-এর ক্রীড়াসূচি প্রস্তুত, সেইসঙ্গে প্রস্তুত দলগুলিও। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ, এবার কে কে থাকছেন ভাষ্যকার হিসেবে? মূলত আগ্রহটা ছিল সঞ্জয় মঞ্জেরেকরকে নিয়েই। কারণ ২০১৯-২০ মরসুমের শেষ সিরিজের আগে বিসিসিআই তাঁকে সরিয়ে দিয়েছিল ধারাভাষ্যকারদের প্যানেল থেকে। তাই আগ্রহ ছিল তাঁকে ফিরিয়ে নেওয়ার আবেদন মঞ্জুর করে কিনা বিসিসিআই এটা নিয়েই। অবশেষে মিলল উত্তর। অনড় মনোভাবই দেখাল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ধারাভাষ্যকার প্যানেল থেকে বাদ পড়েছেন সঞ্জয় মঞ্জেরেকার। ফলে প্রশ্ন উঠেছে, কেন এত ভালো টেকনিকাল জ্ঞান থাকা সত্বেও ‘প্রাক্তন’ এই মিস্টার ডিপেন্ডেবলকে বাদ দেওয়া হল? সঞ্জয় ক্রিকেট ক্যারিয়ারে অনেক রক্ষণাত্মক হওয়া সত্বেও কমেন্ট্রি বক্সে নাকি সাংঘাতিক আক্রমনাত্বক। গত বিশ্বকাপে সমালোচনা করেছিলেন রবীন্দ্র জাদেজার। এরপর কলকাতায় গোলাপি বলের দিনরাতের প্রথম টেস্টে সমালোচনা করেন তাঁরই সতীর্থ হর্ষ ভোগলেকে। এর চার মাস পরে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে মঞ্জরেকরকে সরিয়ে দেয় বোর্ড। এই আইপিএল এও সেটা বজায় রাখল বিসিসিআই। রসিক ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, তবে কী বিসিসিআই-এর ‘মন’ পেলেন না মঞ্জেরেকার?
Post a Comment
Thank You for your important feedback