সীমান্তে আর বাড়তি সেনা পাঠানো হবে না। লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করল ভারত ও চিন। তাতে বলা হয়েছে একতরফাভাবে অবস্থান বদল করবে না কেউ। উত্তেজনা বাড়তে পারে এমন কোনও কাজ কোনও পক্ষই করবে না। মঙ্গলবার রাতে দুই দেশের সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। দুই দেশের মধ্যে ১৪ ঘণ্টা ধরে চলা বৈঠকে আরও ঠিক হয়েছে, নিজেদের মধ্যে যোগাযোগ আরও বাড়ানো হবে। ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করা হবে। সামরিকস্তরে সপ্তম বৈঠকও খুব শীঘ্রই করা হবে।
Post a Comment
Thank You for your important feedback