কুখ্যাত জঙ্গি সংগঠন আল-কায়দার ভারতীয় মডিউলের ৬ সদস্যকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এবার তাঁদের জেরা করেই ফের একজনকে গ্রেপতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে। শনিবার রাতে NIA এবং রাজ্য পুলিশের STF যৌথভাবে তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম শামিম আনসারি (২১)। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে ওই যুবককে জঙ্গিযোগেই ধরা হয়েছে। আগে ধৃত ৯ জনের সঙ্গেই শামিম কাজ করত বলে জানিয়েছে গোয়েন্দারা। ধৃতকে মুর্শিদাবাদ সিজিএম আদালতে হাজির করিয়ে নিজেদের রিমান্ডে নিয়েছে এনআইএ।
সূত্রের খবর, মাদ্রাসার আড়ালে নানারকম জেহাদি কর্মকাণ্ড চালাচ্ছিল শামিম আনসারি। এর আগে কেরল থেকে ধরা পরা আল মামুন কামালের পরিচালিত এক মাদ্রাসা কেন্দ্রীয় গোয়েন্দাদের আতস কাঁচের তলায় ছিল। এই মাদ্রাসার আড়ালেই বিভিন্ন জেহাদি প্রচার করছিল শনিবার ধৃত যুবক। এবার তাঁকে আটক করে জেরা করতেই উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। জানা যাচ্ছে দুই বছর আগেই আল-কায়দার ভারতীয় মডিউলে যুক্ত হয় শামিম। ওই জঙ্গিদলের হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শামিম। এবার তাঁকে দিল্লি নিয়ে গিয়ে বাকি জঙ্গিদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এনআইএ গোয়েন্দারা।
Post a Comment
Thank You for your important feedback