বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার থেকে একটি নির্দেশ জারি করে বলা হয়েছে, রাজ্যের দ্বিতীয় স্থলবন্দর ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হবে না আপাতত। এই নির্দেশ জারির পরে ঘোজাডাঙ্গা সীমান্তে আটকে পড়েছে প্রায় ২০০টির মতো পেঁয়াজের গাড়ি। নাসিক সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোডিং করে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য গাড়িগুলি সীমান্তে আসে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর সমস্যায় পড়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। ইতিমধ্যে সীমান্তে দাঁড়িয়ে থাকা পিঁয়াজে পচন শুরু করেছে। পেঁয়াজ চাষিরা একদিকে যেমন দাম পাচ্ছেন না, অন্যদিকে পেঁয়াজের বাজার অগ্নিমূল্য। সেই জন্যে কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
Post a Comment
Thank You for your important feedback