রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল নিয়ে মুখ খুললেন। তিনি জানালেন, ‘সংসদে কৃষি বিল পাশ হওয়ায় কৃষকদের ক্ষমতাবৃদ্ধি হয়েছে এবং তাঁরা ফসল বিক্রির স্বাধীনতা অর্জন করেছেন’। এদিন রীতিমতো গল্পের ছলেই তিনি কৃষিবিলের উপকারিতা বোঝানোর চেষ্টা করেছেন। তাঁর কথায়, ‘বলা হয়, মাটির সঙ্গে যার যোগ আছে, সে যে কোনও তুফানের মোকাবিলা করতে পারে। করোনার এই সংকটকালেও কৃষকরা নিজেদের ক্ষমতা দেখিয়েছেন। এই কঠিন সময়েও দেশবাসীকে পথ দেখিয়েছে কৃষিক্ষেত্র। করোনার এই আবহে আমাদের কৃষকরাই আত্মনির্ভর ভারতের ভিত’। তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে এদিন বোঝান, নতুন কৃষি বিলে কৃষকদেরই আখেরে লাভ হবে।
Do tune in to #MannKiBaat September 2020. https://t.co/f3sxuPzAXc
— Narendra Modi (@narendramodi) September 27, 2020
এর আগে কৃষক মান্ডি বা স্থানীয় বাজারের বাইরে উৎপাদিত ফসল বিক্রি করতে পারতেন না তাঁরা। পাশাপাশি অন্য কোথাও বিক্রি করতে গেলে তাঁদের ফসল বা গাড়ি বাজেয়াপ্ত হত। এবার সেই ঝামেলা থাকল না। কৃষকরা সরাসরি খোলাবাজারে বা বিভিন্ন বড় সংস্থা, হোটেল, রেস্ট্রুরেন্টে ফসল, খাদ্যশষ্য বিক্রি করতে পারবে। যা দেশের কৃষকদের কাছে লাভজনক হবে বলেই দাবি করেন প্রধানমন্ত্রী। তবে এদিন পূর্বতন কংগ্রেস সরকারকেও কটাক্ষ করেছেন মোদি। তিনি বলেন, ‘আজ যে আত্মনির্ভর ভারতের ডাক তিনি দিয়েছেন, সেটার প্রয়োজনই পড়ত না, যদি গান্ধীজির আর্থিক নীতি এতদিন মেনে চলা হত’। উল্লেখ্য গত মন কি বাত অনুষ্ঠানেও নমো বলেছিলেন, কোভিড পরিস্থিতিতেও বিপুল শস্য ফলাতে সফল হয়েছেন চাষিরা।
Post a Comment
Thank You for your important feedback