ফেসবুকে ‘Couple Challenge’, লুকোনো বিপদ নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

 

সোশাল মিডিয়ায় মাঝে মধ্যেই ঢেউয়ের মতো আছড়ে পরে নানান ধরনের ট্রেন্ড। আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে দেন আট থেকে আশির জনতা। কিন্তু এই সমস্ত ট্রেন্ডিংয়ের মধ্যে কি আদৌ লুকিয়ে রয়েছে কোনও বিপদ? সেটা নিয়ে মাথা ঘামানোর সময় কই নেটিজেনদের। ইদানিং ফেসবুকে ‘Couple Challenge’ বা ’Single Challenge’-এর মতো কয়েকটি ট্রেন্ড জনপ্রিয় হয়েছে। অনেকেই নিজের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করছেন ফেসবুকে। আর সেই পোস্টের সঙ্গে জুড়ে দিচ্ছেন #‌CoupleChallenge লেখাটি। এই হ্যাশট্যাগের মাধ্যমেই তাঁরা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুগলের সঙ্গে Couple Challenge-এ সামিল হচ্ছেন। আর এই হ্যাশট্যাগেই লুকিয়ে রয়েছে বিপদ! জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। সম্প্রতি এক টুইট বার্তায় এই বিপদ নিয়ে সতর্ক করেছে পুনে পুলিশ। ওই সতর্কবার্তায় পুনে পুলিশের তরফে জানানো হয়েছে, ‘#‌CoupleChallenge দিয়ে নিজেদের ছবি শেয়ার করার আগে দুবার ভাবুন। এই ধরণের চ্যালেঞ্জ বিপজ্জনক হতে পারে’। কিন্তু কেন এই সতর্কবার্তা? সাইবার বিশেষজ্ঞরা বলছেন, হ্যাশট্যাগের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুগল তাঁদের ছবি পোস্ট করছেন। একইভাবে বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ শুধুমাত্র এই হ্যাশট্যাগের সাহায্যেই এই চ্যালেঞ্জে সামিল হওয়া অসংখ্য যুগলের ছবি দেখতে পাবেন। ওই ছবিগুলিকে বিভিন্ন অসৎ কাজে, অসাধু উপায়ে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা। সেক্ষেত্রে অপরাধীরা নিজেদের পছন্দমতো ছবি ডাউনলোড করে তাতে এডিট করে কোনও পর্ণ সাইটে আপলোড বা কোনও অসৎ কাজে ব্যবহার করতেই পারে। তাই এই ধরণের চ্যালেঞ্জ ট্রেন্ডিং হলেই সাবধান। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post