রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট শিল্পী পূর্বা দাম প্রয়াত হলেন। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ দক্ষিণ কলকাতার বাড়িতে তাঁর মৃত্যু হয়েছ। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর স্বামী ও কন্যা বর্তমান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রবীন্দ্র গানের এই বিশিষ্ট শিল্পী। সাতের দশক থেকেই রবীন্দ্রনাথের গানের সুপরিচিত নাম পূর্বা দাম। সুচিত্রা মিত্রের ঘরানার শিল্পীর প্রয়াণও হলো তার প্রিয় ‘দিদি’-র জন্মদিনে। পূর্ব দামের মৃত্যুতে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তাঁর সঙ্গে আমার বিশেষ হৃদ্যতার সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রবীন্দ্রসঙ্গীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি পূর্বা দামের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি’। উল্লেখ্য পূর্বাদেবী CN-এর অপর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সিটিভিএন-এর প্রথম দিন থেকে নিয়মিত শিল্পী ছিলেন।
Post a Comment
Thank You for your important feedback