বদলি করা হল আরামবাগের মহকুমা পুলিশ অফিসার নির্মলকুমার দাসকে। তাঁকে মালদা রেলপুলিশে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় আরামবাগে আসছেন বীরভূমে কর্মরত ডিএসপি (ডি অ্যান্ড টি) অভিষেক মণ্ডল। পুলিশের তরফে জানানো হয়েছে, এটা রুটিন বদলি। রবিবার সকালে হুগলির আরামবাগের গোঘাট রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গণেশ রায় বলে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি বিজেপি কর্মী দাবি করে সোমবার সারাদিন উত্তাল হয় আরামবাগ। থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগের কেন্দ্রে হুগলি গ্রামীণের এসপি। আরও অভিযোগ,খোঁজ নেই মৃত গণেশ রায়ের পরিবারেরও। তাদের অপহরণের অভিযোগ বিজেপির। তবে গোঘাটের ঘটনায় ময়নাতদন্তের পর গ্রামীণ পুলিশের এসপি তথাগত বসু জানিয়েছেন, এটা খুন নয়। গণেশ রায়কে মেরে ঝোলানো হয়নি।
Post a Comment
Thank You for your important feedback