করোনা আবহে কলকাতার বহু পুজো বাজেটে কাঁটছাট করেছে। মহানগরের অন্যতম বড় পুজো 'সন্তোষ মিত্র স্কোয়ারের' পুজো। দীর্ঘদিন ধরে এই পুজো চালিয়ে যাচ্ছেন প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ। জনপ্রিয় এই পুজোর নামই হয়ে গেছে প্রদীপদার পুজো। বর্তমানে প্রদীপবাবু অসুস্থ, সর্বক্ষণের সাথী স্ত্রীকে হারিয়ে কোথাও একাকিত্বে ভুগছেন। তাই পুজোর অনেকটা দায়িত্ব নিয়েছেন পুত্র, একসময় ছাত্র পরিষদ নেতা সজল বা দেবু। CN ওয়েব পোর্টালকে দেবু জানালেন, সময়টাতো মোটেই ভালো নয়। এ বছরও পুজো করব, কিন্তু অত খরচ করে আলোকমালার ঢেউ উঠবে না। তিনি বলেন, আমরাই প্রথম প্যান্ডেলে থিম আনি, কিন্তু মাতৃমূর্তি থাকে চিন্ময়ী রূপে। ওটার ব্যাতিক্রম হবে না। এতেও প্রদীপদার মণ্ডপে ভিড় থাকবেই। ভাবনা সামাজিক দূরত্ব নিয়ে।
Post a Comment
Thank You for your important feedback