প্রসুন গুপ্ত
‘এবার উৎসব নয়-হোক মানুষের পুজো’ এটাই স্লোগান এবার মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো ‘সুরুচি সঙ্ঘের। করোনা আবহে নমো নমো করেই পুজো করবেন টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। এক সাক্ষাৎকারে CN ওয়েব পোর্টালকে মন্ত্রী জানালেন, ‘সারা বিশ্বজুড়ে শুধু করোনা সংক্রমণ আর মৃত্যুর মিছিল, তাই উৎসব, থিম পুজো, খাওয়া দাওয়া বন্ধ রাখছি। রোজই খবর আসছে কেউ হাসপাতালে ভর্তি কিংবা মারা যাচ্ছেন। এটা আর নিতে পারছি না’। তাই এবার খোলা মঞ্চ, মায়ের একচালার প্রতিমা সুরুচি সঙ্ঘে। অরুপের কথায়, ‘মাকে বলবো, কেন এই পরীক্ষা? তাই এবার আমাদের স্লোগান এবার উৎসব নয়-হোক মানুষের পুজো’। অরূপ আরও জানালেন, ‘যতটা পেরেছি লকডাউনে, আমফানে মানুষের পাশে দাঁড়াতে। মানুষকে সাহায্য করার আমি কেউ না, কিন্তু সরকারি সহযোগিতা যাতে সকলে পান সেই কাজটাই করে যাচ্ছি। পুজোতেও সাধ্যমতো করবো। মন্ত্রী নন, কাছের মানুষ অরূপের এই রূপকে চেনেন এলাকার মানুষও।
Post a Comment
Thank You for your important feedback