জলকামানে ওয়াটার স্যালুটের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় স্বাগত জানানো হল রাফাল যুদ্ধবিমানকে। বৃহস্পতিবারই আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ফ্লান্স থেকে আসা ৫টি রাফালকে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। এছাড়াও ছিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া, প্রতিরক্ষা সচিব অজয় সচিব-সহ আরও অনেকে। এদিন এক জমকালো এয়ার শো দেখায় বায়ুসেনার নবনিযুক্ত যুদ্ধবিমান রাফাল। এমনকি স্বাভাবিক গতির চেয়ে অনেক কম গতিতে উড়ে উপস্থিত সকলকে চমকে দেয় রাফাল। নানা কসরতে বায়ুসেনার পাইলটরা নিজেদের শক্তি প্রদর্শন করলেন এদিন।
দেখুন রোমহর্ষক ভিডিও…
Post a Comment
Thank You for your important feedback