কৃষিবিলের প্রতিবাদে রেল অবরোধ, কাল পাঞ্জাব বনধ

 

কৃষিবিলের বিরুদ্ধে রেল অবরোধ করলেন পাঞ্জাবের কৃষকরা। বৃহস্পতিবার তারা অমৃতসরে রেললাইনে বসে পড়েন। নেতৃত্বে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি। ফিরোজপুরেও রেল অবরোধ হয়। তাঁরা নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা রেল অবরোধ করবে বলে জানিয়েছে। শুক্রবার পাঞ্জাব বনধের ডাকও দিয়েছেন তারা। তাঁদের বক্তব্য, এই বিলগুলির ফলে ন্যূনতম সহায়ক মূল্য তুলে দেওয়া হবে। ফলে চাষিরা কর্পোরেটের দাসে পরিণত হবেন। অবরোধের জেরে তিনদিন বিশেষ ট্রেন বাতিল করেছে রেল। বাতিল ১৪ জোড়া বিশেষ ট্রেন। বাতিল ট্রেনের মধ্যে রয়েছে অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, অমৃতসর-হরিদ্বার, নিউ দিল্লি-জম্মু তাওয়াই, নান্দেদ-অমৃতসর এক্সপ্রেস। অন্যদিকে, রাজধানী দিল্লির দিকে আসার পথে বিক্ষুব্ধ কৃষকদের নয়ডা-দিল্লি সীমান্তেই আটকে দেওয়া হয়েছে। ওই এলাকায় ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। বুধবারও আম্বালায় লোক ইনসাফ পার্টির বিক্ষোভ ভাঙতে পুলিশকে জলকামান চালাতে হয়।

               

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post