এবার ট্রেনেই পৌঁছে যাওয়া যাবে সিকিম

 

 দীর্ঘ টালবাহানার পর অবশেষে রেল মানচিত্রে জায়গা পেতে চলেছে সিকিম। একমাত্র সিকিমেই রেললাইন ছিল না। উত্তর-পূর্বের সব রাজ্যেই রেল লাইন পাতার কাজ জোরকদমে চলছে। কোথাও আবার ট্রেন চলাচল শুরুও হয়ে গিয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যগুলির মধ্যে একমাত্র সিকিমেই ছিল না রেললাইন। সম্প্রতি রেলমন্ত্রী সংসদে জানিয়েছেন, সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। এর জন্য ইতিমধ্যেই চলতি অর্থবর্ষে ৬৮২ কোটি টাকা দেওয়া হয়েছে এই প্রকল্পে। আগামী অর্থবর্ষের জন্যও ৬০৭ কোটি টাকা ধার্য রাখা হয়েছে। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, মাত্র ৪৪.৯৬ কিমি পুরো প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪,০৮৫ কোটি টাকা। রেল সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত যাবে ট্রেন। ৪৪.৯৬ কিমি রেলপথের ৪১.৫৫ কিমিই পড়ছে পশ্চিমবঙ্গে। আর মাত্র ৩.৪১ কিমি পথ পড়বে সিকিমে। 

এই প্রকল্পে রেলের সঙ্গে যুক্ত হয়েছে সিকিম সরকারও। রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে সেবক থেকে সিকিম সীমান্ত পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ শেষ। এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পড়ে নানান সমস্যায় কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে সেই কাজ শুরু হয়েছে। এই রেলপথের প্রায় ৩৯ কিলোমিটার টানেলের মধ্যে দিয়ে তৈরি হবে। মোট ১৪টি টানেল থাকবে এই পথে। ১২টি টানেলের কাজ শুরু করে দেওয়া হয়েছে বলেই রেল সূত্রে জানা যাচ্ছে। উঁচু পাহাড়ি পথে যাবে ট্রেন। তাই প্রকল্পের খরচও অনেক বেশি। সিকিমের রাজধানী গ্যাংটকের থেকে ৫৬ কিমি দুরে রংপো। দ্বিতীয় ধাপে গ্যাংটক পর্যন্ত সম্প্রসারণ করা হবে রেলপথটি।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post