পুলিশের যাবতীয় চেষ্টা বিফলেই গেল। শুক্রবার সাত সকালে ডিভিসির ক্যানালে হাত-পা বাঁধা মৃতদেহ পাওয়া গেল অপহৃত শিশুর। চাঞ্চল্যকর ঘটনাটি বর্ধমানের গলসির সাঁকো গ্রাম পঞ্চায়েত এলাকার। বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল ৯ বছরের সন্দীপ দলুই। ওই দিন গ্রামে ছিল মনসা পুজো। মন্দির চত্বর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। রাতভর খোঁজাখুঁজি করেও মেলেনি খোঁজ। এরপর সন্দীপের বাবার মোবাইলে ফোন করে সাত লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে মুক্তিপণের টাকা কমিয়ে তিন লাখ টাকা করে অপহরণকারীরা।
সন্দীপের বাবা বুদ্ধদেব দলুই গলসি থানায় বিষয়টি জানান। দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল নম্বরের সূত্র ধরেই একজনকে আটক করে পুলিশ। কিন্তু শেষরক্ষা হলনা, শুক্রবার সকালেই সন্দীপের হাত-পা বাঁধা নিথর দেহ উদ্ধার হয় ডিভিসি-র ক্যানেলে। এই ঘটনার পরই সাঁকো গ্রামে পুলিশ ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এমনকি তাঁরা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পুলিশের দাবি, ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে এই ঘটনায় জড়িত সন্দেহে। ধৃতদের নাম সুব্রত মাঝি ওরফে বাদশা (২০), জয়ন্ত বাগ (২০) ও মঙ্গলদীপ দলুই ওরফে বাবু (১৮)। প্রত্যেকেরই বাড়ি সাঁকো গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
Post a Comment
Thank You for your important feedback