গোড়া থেকেই ছিল সংশয়। করোনার চোটে এবারের আইপিএল আদৌ হবে কিনা। তাছাড়া, খেলা দেশের বাইরে চলে যাওয়ায় লাভ হবে না লোকসনা তা নিয়েও ছিল জল্পনা। কিন্তু চেন্নাই সুপার কিংস আর মুম্বই ইন্ডিয়ানসের উদ্বোধনী ম্যাচ ইতিহাস তৈরি করেছে। বিসিসিআই সম্পাদক জয় শাহ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, টেলিভিশন রেটিং সূচক বার্কে ওই ম্যাচটি এতদিনের সব রেকর্ড ভেঙেছে। সবমিলিয়ে টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে ওইদিন ২০ কোটি দর্শক খেলাটি দেখেছেন। কোনও লিগ এক বেশি দর্শক নিয়ে শুরু হয়নি। আইপিএলও জানিয়েছে, এটাই সর্বোচ্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ফেভারিট চেন্নাই আর মুম্বই। লোকে ধোনি আর রোহিত শর্মার লড়াই দেখতে মুখিয়ে ছিল। খেলাও হয়েছে দুর্ধর্ষ।
Post a Comment
Thank You for your important feedback