মুখ খুলছেন না রিয়ার পুরুলিয়ার আত্মীয়রা


রিয়া চক্রবর্তীর আদি বাড়ি পুরুলিয়ার বাঘমুণ্ডির তুনতুরি এলাকায়। তাঁকে নিয়ে দেশজোড়া যে তোলপাড় হচ্ছে তা নিয়ে আত্মীয় পরিজনেরা মুখ খুলতে একেবারেই নারাজ। নারাজ ক্যামেরার সামনে আসতেও। যদিও এলাকার মানুষজন মানতে চাইছে না ঘটনা। পুরুলিয়ার বাঘমুণ্ডি এলাকার তুনতুরি গ্ৰামে বারোটি মৌজার দেওয়ান ছিলেন চক্রবর্তীরা। বাড়িতে ৩২৩ বছরের পারিবারিক দুর্গাপুজো, রয়েছে নাটমন্দির। রিয়া চক্রবর্তীর দাদু শিরিষ চক্রবর্তী ছিলেন ধানবাদে কোলিয়ারি ম্যানেজার। সেখানেই তাঁর বাবা এবং কাকা মানুষ হন। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন।

একটা সময়ে দুর্গাপুজোয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চক্রবর্তী পরিবারের গ্রামের বাড়িতে পারিবারিক পুজায় আসতেন। থেকে কুড়ি বাইশ বছর আগে রিয়া চক্রবর্তীকে নিয়ে তুনতুরি গ্রামে এসেছিলেন তাঁর বাবা। তখন রিয়ার ছোট ভাইয়ের জন্ম হয়নি। তারপর আর আসেননি। তাঁদের সে বাড়ি এখন ভগ্নপ্রায়, চারিদিকে জঙ্গলে ভরা। পরিবারের কোনো সদস্য এই বিতর্কিত বিষয় নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ। এই এলাকারই মানুষ প্রাক্তন সাংসদ বীর সিং মাহাতো চক্রবর্তী পরিবার সম্বন্ধে বলতে গিয়ে বললেন তিনি ভাবতেও পারছেন না এমন পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে পারে। বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ চক্রবর্তী পরিবারের এই প্রজন্মের মানুষজন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post