এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটারদের গায়ে উঠবে বিশেষ জার্সি। কোভিড যোদ্ধাদের সম্মান জানাতেই এই বিশেষ জার্সি। তাতে লেখা আছে, 'মাই কোভিড হিরোস।' সংযুক্ত আরব আমিরশাহিতে আরসিবি আরও অনেক পরিকল্পনা নিয়েছে। প্রথম ম্যাচে খেলোয়াড়রা পরবেন এই জার্সি। সেই জার্সিগুলি নিলাম করা হবে। সেই টাকা দেওয়া হবে গিভ ইন্ডিয়া ফাউন্ডেশনকে। বৃহস্পতিবার ফাউন্ডেশনের চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা এই কথা জানিয়েছেন। টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি বলেছেন, এই জার্সি গায়ে দিতে পেরে টিম গর্বিত। বৃহস্পতিবার টিমের পক্ষে কয়েকজন কোভিড যোদ্ধাকে সম্মানিত করা হয়েছে। তাঁরা নিজেদের কাহিনী শুনিয়েছেন সবাইকে। তাঁদের সঙ্গে কথা বলেন কোহলি, পার্থিব প্যাটেলরা। এছাড়া, টিমের তরফে অনলাইন তহবিল গড়ে সাড়ে সাত লাখ টাকা সংগ্রহ করা হচ্ছে। ১৫০ পরিবারকে প্রতিদিন দুধ দেওয়া হবে সেই অর্থ থেকে।
Post a Comment
Thank You for your important feedback