মাদক মামলায় ফের জেল হেফাজতেই রিয়া চক্রবর্তী। তাঁকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই পাঠালেন মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক। ফলে আপাতত তাঁর ঠিকানা মুম্বইয়ের বাইকুল্লা জেল। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তে মাদক যোগের জন্য গ্রেফতার হয় রিয়া। সেসময় আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হতে তাঁকে ফের বিশেষ নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আদালতে হাজির করায় NCB তদন্তকারীরা। তাঁকে ফের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। তাঁর ভাই সৌভিকেরও জামিন মঞ্জুর হয়নি। অপরদিকে তাঁদের আইনজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছে যে তাঁরা বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করবেন।
Actor Rhea Chakraborty and her brother Showik file bail application in Bombay High Court
They have been arrested by Narcotics Control Bureau in a drug case, in connection with Sushant Singh Rajput death case (file pic) pic.twitter.com/hPDenyr30G — ANI (@ANI) September 22, 2020
Post a Comment
Thank You for your important feedback