দ্বিতীয়বারের জেরার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা NCB-র দফতরে পৌঁছেছেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। রিয়ার ভাই সৌভিক, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং রাঁধুনি দীপক সাওয়ান্তকে গ্রেফতার করেছে এনসিবি। সোমবার তাঁদের রিয়ার মুখোমুখি বসানো হবে। চেষ্টা করা হবে তাঁদের বক্তব্যের মধ্যে অসঙ্গতি খুঁজে বের করা। আরও চেষ্টা হবে রিয়ার কাছ থেকে স্বীকারোক্তিমূলক বয়ান পাওয়ার। এখনও পর্যন্ত মাদক কারবারের সঙ্গে রিয়ার প্রত্যক্ষ যোগ মেলেনি। রিয়ার কাছ থেকে জানতে চাওয়া হবে কীভাবে তিনি মাদক পেতেন, নিজে মাদক নিতেন কিনা বা সৌভিকের মাধ্যমে বিক্রি করতেন কিনা। মাদকাসক্ত অবস্থায় তিনি সুশান্তকে জাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন কিনা, প্রশ্ন করা হবে তাও। জানা যাচ্ছে, জেরার শেষে এদিনই সম্ভবত গ্রেফতার করা হতে পারে রিয়াকেও।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্ত শুরু করতেই সিবিআই ও ইডি গোয়েন্দাদের সামনে আসে মাদক তথ্য। সুশান্তের বান্ধবী তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে ভাই শৌভিককে দিয়ে সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক আনাতেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) জিজ্ঞাসাবাদের মুখে নাকি তা স্বীকার করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ্য, রবিবারই প্রায় ৬ ঘন্টা রিয়াকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। অপরদিকে এই মামলায় মাদক যোগ সন্দেহে এদিন আরও একজনকে গ্রেপ্তার করেছেন NCB আধিকারিকরা। ধৃতের নাম অনুজ কেসওয়ানি।
Post a Comment
Thank You for your important feedback