সোমবার সাতসকালে মহেশতলায় সম্প্রীতি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি সবজি বোঝাই মিনিডোর গাড়ি উল্টে গেল সেতুর ওপর। গাড়ির ওপর থাকা দুজন ছিটকে পড়ে নীচে বজবজ ট্রাঙ্ক রোডে। ঘটনাস্থলেই প্রাণ হারায় দুজন। সম্পর্কে তাঁরা দুই ভাই। ঘটনায় গুরুতর আহত তাঁদের মা ও এক ভাই। তাঁদের বজবজ ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ সবজি ও ডাব নিয়ে বিড়লাপুরের হাজরাপাড়ার দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল। মহেশতলার জালখুড়ার কাছে সম্প্রীতি উড়ালপুলের উপরেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি।
উল্টে গেলে গাড়ির ওপরে থাকা দুই ভাই ছিটকে সেতুর নীচে গিয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজনের নাম শেখ আসগর (৩৫) এবং শেখ আখতার (৩২)। তাঁদের বাড়ি নোদাখালি থানা এলাকায়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা সেটা জানা যায়নি। তবে চালকের কোনও চোট লাগেনি বলেই জানা যাচ্ছে। তাঁকে আটক করা হয়েছে। এই ঘটনায় বেশ খানিকক্ষণ যানজটের সৃষ্টি হয় মহেশতলা এলাকায়।
Post a Comment
Thank You for your important feedback