এ মুহূর্তে স্বল্প ওভারের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। বুধবার রাতেও আগুন ঝরেছে তাঁর ব্যাট থেকে। আসলে কলকাতা নামেই সেরা খেলা খেলে ফেলেন বলে তিনি জানিয়েছেন।।। তাঁর সেরা ইনিংসগুলোর অধিকাংশই ইডেনে। কলকাতার দশকরাই তাকে উদ্বুদ্ধ করে বলেও স্বীকার করেছেন। কিন্তু মরু শহরে কলকাতাকে হারাতে কোন বঙ্গবাসী উপস্থিত ছিল? রোহিতের ইঙ্গিত কলকাতাবাসী বাড়ি বসে তো খেলা দেখেছেন। কিন্তু এই মুম্বাইকরের প্রিয় দর্শক যেমন বাঙালি, তেমনই প্রিয় খাদ্য পাঞ্জাবি আলুর পরোটা। মরুশহরে বসেই অর্ডার দিয়ে পাচ্ছেন খাবার। পরোটা, দই আর আচার। ম্যাচ জিতেই অর্ডার দিয়ে দিলেন হোটেলের ঘরে।
Post a Comment
Thank You for your important feedback