হোয়াটসঅ্যাপে একটি ভুলেই সাফ হতে পারে ব্যাঙ্কের টাকা

 

হোয়াটসঅ্যাপে একটিমাত্র ভুলেই নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সতর্ক করল স্টেট ব্যাঙ্ক। জালিয়াতদের এখন নিশানা হোয়াটসঅ্যাপ। স্টেট ব্যাঙ্ক টুইটে সবাইকে সতর্ক থাকতে বলেছে। কীভাবে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজে মাধ্যমে জালিয়াতি হয় তা নিয়ে স্টেটব্যাঙ্ক গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করেছে। সেগুলি হল--

গ্রাহকদের লটারি জেতার খবর দেওয়া ও স্টেট ব্যাঙ্কের নম্বরে যোগাযোগ করতে বলা। স্টেট ব্যাঙ্ক কখনই ইমেল, এসএমএস, কল বা হোয়াটসঅ্যাপ কলে কারও ব্যক্তিগত অ্যাকাউন্টের বিষয় জানতে চায় না। কোথাও কোনও লটারি স্কিম বা লাকি কাস্টমার গিফট স্কিম চলছে না। ফাঁদে পা দেবেন না। সাইবার অপরাধীরা আপনার কেবল একটি ভুলের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস করবেন না।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post