কেন কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প তারা কেন চালু করেনি রাজ্য সরকারের কাছে তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওডিশা, তেলেঙ্গানা ও দিল্লি সরকারের কাছেও শুক্রবার নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি ২ সপ্তাহ পর। কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত দেশের ৫০ কোটি মানুষের জন্য। তার বার্ষিক বাজেট ৬,৪০০ কোটি টাকা। আবেদনকারীর পক্ষে বলা হয়েছে, গরিব মানুষ করোনার পরীক্ষা ও চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিতে পারেন। পাঁচটি রাজ্যেও যাতে এই সুবিধা পাওয়া যায় তার আবেদন জানিয়েছেন তিনি। আবেদনে বলা হয়েছে, রাজ্যগুলির এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী। আয়ুষ্মান প্রকল্প না থাকায় এই রাজ্যগুলির গরিবরা সরকারি হাসাপাতালে সুবিধা না পেয়ে অনেক টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে নিজেদের চিকিৎসা করাচ্ছেন।
Post a Comment
Thank You for your important feedback