অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক সাত বাংলাদেশি। এঁদের মধ্যে তিন জন মহিলা ও দুটি শিশুও রয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা। বুধবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে এই সাতজন কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের আটক করে। তাদের কারোর কাছেই বৈধ কাগজপত্র ছিল না। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলেই জানা গিয়েছে। বিএসএফ তাঁদের আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেয় বৃহস্পতিবার সকালে। এদিনই ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়।
Post a Comment
Thank You for your important feedback