২০১৮তে ‘জিরো’র পর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি বাদশাকে। বক্স অফিসে জিরো সেভাবে সাড়াও জাগাতে পারেনি। স্বাভাবিক ভাবেই শাহরুখের কাছ থেকে ধামাকাদার কিছুর অপেক্ষায় তাঁর অসংখ্য অনুরাগীরা। এবার খুশির খবর শাহরুখ ভক্তদের জন্য। তিন-তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বলিউড পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘পাঠান’, রাজকুমার হিরানির একটি ছবি ও তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশন ফিল্মে অভিনয় করবেন শাহরুখ। এর মধ্যে অ্যাটলির পরিচালিত অ্যাকশন সিনেমায় শাহরুখকে ডবল রোলে দেখা যাবে। এই সিনেমায় বাদশাকে শীর্ষ গোয়েন্দাকর্তা ও একইসঙ্গে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসাবে দেখা যাবে। তবে শাহরুখ খান তাঁর প্রথম শুট্যিংটা শুরু করতে চলেছেন সিদ্ধার্থ আনন্দের সিনেমা পাঠান দিয়ে। শ্যুটিং শুরু হবে ২০২১ এর মাঝামাঝিতে । পাঠান ও রাজকুমার হিরানির কাজ শেষ করার পরই তারপর অ্যাটলির অ্যাকশন সিনেমায় কাজ শুরু হবে। ছবির নাম কি হবে তা এখনও জানা যায়নি।
Post a Comment
Thank You for your important feedback