কড়া নিরাপত্তায় শান্তিনিকেতনের পৌষমেলা মাঠ ঘেরার কাজ শুরু

কড়া নিরাপত্তায় শান্তিনিকেতনের পৌষমেলা মাঠে ঘেরার কাজ শুরু হল। তবে সূত্র মারফৎ জানা যাচ্ছে, এবার আর পাঁচিল নয় বরং ফেন্সিং হবে মাঠের চারধারে। আদালতের ঠিক করে দেওয়া তত্ত্বাবধায়ক কমিটির তদারকিতেই শুরু হয়েছে কাজ। সোমবার সকাল থেকেই ঠিকাদার সংস্থার কর্মীরা কাজ শুরু করে দিয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে আড়াই ফুটের পাঁচিল তোলা হবে, এর ওপর পাঁচ ফুট উঁচু তারকাটার ফেন্সিং দেওয়া হবে। কাজ শেষ হবে ৪ সপ্তাহের মধ্যেই। মেলার মাঠ ঘেরার জন্য খরচ ধরা হয়েছে ৬০ লাখ টাকা। এদিন কাজ শুরুর আগে থেকেই শান্তিনিকেতনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

নিরাপত্তা সুনিশ্চিত করতে মেলার মাঠের চারদিকে ৪০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। রবিবারই হাইকোর্ট নিযুক্ত তত্ত্বাবধায়ক কমিটির সদস্যরা শান্তিনিকেতনে গিয়ে স্থানীয় ব্যবসায়ী, আবাসিক, আশ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তাঁরা সবপক্ষের বক্তব্য শোনেন। আলোচনাতেই ঠিক হয় সমস্যা মিটিয়ে কাজ শুরু হবে। উল্লেখ্য, গতমাসে পৌষমেলার মাঠে পাঁচিল তোলার কাজ শুরু হতেই শুরু হয় গোলমাল। নজীরবিহীনভাবে জেসিবি মেশিন এনে ভেঙে দেওয়া হয় শান্তিনিকেতনের মেলার মাঠের কংক্রিটের গেট। এরপরই আটকে যায় কাজ। এবার হাইকোর্টের মধ্যস্থতায় ফের শুরু হল কাজ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post