প্রসূন গুপ্ত
বিজেপির রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হল। দলের উচ্চমহলের নির্দেশে দিলীপ ঘোষের এই কমিটিতে স্থান পেলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভনকে নিয়ে কম জল্পনা হয়নি। কিছুদিন আগে তিনি তৃণমূলে ফিরতে পারেন বলে খবরও হয়েছিল এবং এ বিষয়ে ওই দলের নেতা মন্ত্রীর সাথে কথাও হয়েছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে বিজেপিতেই ফেরত গেলেন শোভন। কি এমন হল, প্রশ্ন উঠেছে তৃণমূল মহলে। দুটি বিষয় উঠে এসেছে অন্দরমহলে। সূত্র জানাচ্ছে, একটি কারণ হয়তো নারদ কাণ্ডে মহাসঙ্কটে ছিলেন তিনি। দ্বিতীয়ত, দলের শক্তিশালী অংশ চায়নি শোভন তৃণমূলে ফিরুক। কারণ হিসাবে বলা হয়েছে বৈশালীর সাথে যুক্ত থাকা নাকি দলের স্বচ্ছ ইমেজ ধাক্কা খাবে। উনি যে কোনও দলের হয়ে বেহালা পূর্বে দাঁড়ালে জিততে পারবেন না। সম্ভবত দ্বিতীয় শক্তির কারণে মমতা প্রিয় “কাননের” আর দলে ফেরা হল না |
Post a Comment
Thank You for your important feedback