অভিনেতা টাইগারের বরাবরের স্বপ্ন ছিল নিজের গাওয়া গানের তালে নাচার। এই করোনা আবহ ও লকডাউনে তিনি নিজের একটি স্বপ্নপূরন করতে পেরে অত্যন্ত খুশি। ইচ্ছে থাকলেও আগে কখনও সাহস দেখাননি। এটা যে সত্যিই করা সম্ভব তা করে দেখালেন হিরোপান্তি অভিনেতা। শনিবার সোশাল মিডিয়ায় টাইগার শ্রফ নিজেই শেয়ার করেছেন তাঁর গাওয়া আনবিলিভেবল শিরোনামের গানটির টিজার। এই গান সকলের ভালোলাগবে আশা করছেন টাইগার। তাঁর গাওয়া গানটি লিখেছেন ডিজে ম্যানে ও অভিতেষ, পুনিত মালহোত্রা পরিচালনা করেছেন। নৃত্যাপরিচালনায় পরেশ। খুব তাড়াতাড়িই প্রকাশ পাবে সম্পূর্ন গানটি।
Post a Comment
Thank You for your important feedback