মদ খাওয়া নিয়ে বচসা। এর জেরেই নেশার ঘোরে বাবার শ্বাসরোধ করে খুন করল ছেলে। এখানেই শেষ নয়, এরপর ওই ঘরেই খাটে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল গুণধর ছেলে। সোমবার সকালে বৃদ্ধের দেহ দেখতে পায় পরিবারের লোকজন। এরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি কলকাতার ট্যাংরা অঞ্চলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বাবু দাস, এবং অভিযুক্ত ছেলের নাম রাজা দাস। রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পড়াশোনায় মেধাবী রাজা কমার্সে স্নাতকোত্তর পাস। ভালো চাকরিও করত সে। কিন্তু বর্তমানে বেকার অবস্থায় ঘরেই থাকত রাজা। ফলে চাকরি না পেয়ে অবসাদে ভুগছিল সে।
অন্যদিকে রাজার বাবা বাবু দাস টুকিটাকি সারাইয়ের কাজ করে সংসার চালাতেন। ফলে টাকা পয়সা নিয়ে রোজই ঝামেলা হত বাবা ও ছেলের। ইদানিং নেশা করতে শুরু করেছিল রাজা। রোজই মদ খেয়ে বাড়ি ফিরত সে। রবিবার রাতেও মদ খেয়ে বাড়ি ঢোকে রাজা। এই নিয়ে অশান্তি শুরু হয় বাবার সঙ্গে। তুমুল অশান্তির মধ্যেই বাবা-মাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে রাজা। তাঁর মায়ের দাবি, ভয় পেয়েই তিনি পাশের বাড়িতে আশ্রয় নেন। সোমবার সকালে ঘরে ঢুকে দেখেন মেঝেতে পড়ে রয়েছে স্বামীর দেহ। নাকে রক্ত জমাট বাঁধা। অন্যদিকে খাটে অঘোরে ঘুমাচ্ছে রাজা। পুলিশের প্রাথমিক অনুমান মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে বাবু দাসকে। ট্যাংরা থানার পুলিশ আপাতত আটক করেছে রাজাকে।
Post a Comment
Thank You for your important feedback