ভিন রাজ্যের শ্রমিকদের মসিহা সোনু সুদ বিরল সম্মানে সম্মানিত হলেন। এই লকডাউন পর্বে লক্ষ লক্ষ শ্রমিকদের নিজের উদ্যোগে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা থেকে শুরু করে যে সমস্ত পড়ুয়ারা বিভিন্ন জায়গায় আটকে পড়েছিলেন তাদের ফেরানোর ব্যবস্থা করা, এবং ছোট ছোট শিশুদের জন্য নিখরচায় পড়াশোনা ও চিকিতসার ব্যবস্থাও করেছেন তিনি। এবার তাঁর এই সব কাজের স্বীকৃতি পেলেন সোনু। তাকে সম্মানিত করল জাতি সংঘ। ইউনাইটেড নেশান ডেভলপমেন্ট প্রোগ্রামের তরফে সোনুকে এসডিজি বিশেষ মানবিক সম্মানে পুরস্কৃত করল। সোমবার সন্ধ্যায় ভার্চুয়াল অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয়। বিরল এই সম্মান পেয়ে আপ্লুত সোনু সুদ। কোন রকম প্রত্যাশা ছাড়াই নিজের দেশের মানুষের জন্য কিছু করেছেন তিনি জানিয়েছেন সোনু। তবে জাতিসংঘের এই স্বীকৃতি পেয়ে ভাল লাগছে বলছেন অভিনেতা। খুব কম ভারতীয়ই এই বিরল সম্মান পেয়েছেন। সোনু ছাড়া অ্যাঞ্জেলিনা জোলি, ডেভিড বেকহ্যাম, লিওনার্ডো ডি ক্যাপ্রিও, এমা ওয়াটসন, লিয়াম নিসন, কেট ব্লাঞ্চেট, অ্যান্টোনিও বান্দেরেস, নিকোল কিডম্যান, প্রিয়াঙ্কা চোপড়া জাতিসংঘের বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছেন।
Post a Comment
Thank You for your important feedback