বিশ্বের সমস্ত ক্রিকেট মাঠে একসময় খেলেছেন সৌরভ। ভারত বাদ দিয়ে ইংল্যান্ডের মাঠ দাদার খুব পছন্দের এবং শোনা যায় যে মধ্যপ্রাচ্যের মাঠ তাঁর খুব পছন্দের নয়। তবু BCCI এর সভাপতি বাধ্য হয়েই করোনা আবহে সেখানে IPL এর খেলা ফেলতে বাধ্য হয়েছেন। ব্যস্ততার মধ্যে মঙ্গলবার তিনি শারজার মাঠ পরিদর্শন করে জানালেন, তিনি খুশি। শারজার বর্তমান মাঠের অবস্থানে তিনি মুগ্ধ। তিনি নিজের সোশাল সাইটে লিখেছেন, সমস্ত প্রস্তুতি শেষ। এবার খেলা শুরু। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে IPL শুরু হবে।
Post a Comment
Thank You for your important feedback